আঞ্চলিক শান্তি বর্তমান সরকারের মূল বিবেচ্য বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

|

বর্তমান সরকারের মূল বিবেচ্য বিষয় আঞ্চলিক শান্তি। গত দেড় দশকে দেশে শান্তি ও স্থিতাবস্থা থাকায় উন্নয়ন হয়েছে। শুধু বাংলাদেশে নয়, একই কারণে প্রতিবেশিদেরও উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবুল মোমেন।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঁচ বছরের অর্জন নিয়ে প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত পাঁচ বছরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নানা অর্জনের জন্য সরকারের অন্যান্য বিভাগেরও অবদান রয়েছে। তবে মন্ত্রণালয়ের জনকূটনীতি দুর্বল। নানা খাতের মানুষের পরামর্শ পেলে এই ঘাটতি পূরণ করা সম্ভব।

তিনি আরও বলেন, গাজায় শিশু গণহত্যা চলছে। গণহত্যা বন্ধ করে সেখানে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে গাজার মানুষদের জন্য খাবার সহায়তা হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply