যুক্তফ্রন্টের ৫ দফা দাবিকে বিএনপি-জামায়াত জোটের দাবির ফটোকপি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি আরও বলেছেন, নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া এবং পদত্যাগ অবাস্তব। দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেন ইনু।
নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের দাবিকে অযৌক্তিক বলেন তিনি। একইসাথে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ার কথা বলে সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রস্তাবকে নাকচ করে দেন । সংসদে ডিজিটাল আইন উত্থাপন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন সাংবাদিকদের সাংবিধানিক অধিকার ক্ষুন্ন হয় এমন কোন কিছুই করবে না সরকার। সামগ্রিক নির্বাচন ব্যবস্থার পরিবর্তন নিয়ে কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
Leave a reply