প্রান্তিক পর্যায়ে সচেতনতা বাড়াতে সাইবার অপরাধ ও গুজবরোধে সাধারণ মানুষকে সহায়তা প্রদানে কাজ করছে জাতীয় জরুরি সেবা ট্রিপল-নাইন। ট্রিপল-নাইন এর প্রযোজনীয়তা নিয়ে এক কর্মশালায় বক্তারা এ কথা জানান।
মঙ্গলবার দুপুরে ট্রিপল-নাইন-এর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ভবনে অনুষ্ঠিত কর্মশালায় পুলিশ সুপার তবারক উল্লাহ জানান, মানুষের দোরগড়ায় বিভিন্ন সেবা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ পুলিশ। এরই অংশ হিসেবে কাজ করছে ট্রিপল-নাইন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব, প্রতারণার হার ক্রমেই বাড়ছে, এসব ঠেকাতে ট্রিপল-নাইন এর সেবা গ্রহণের জন্য সাধারণ মানুষের প্রতি আহবান জানান আলোচকরা।
জানানো হয়, ২০১৭ এর ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত এই সেবা নিতে কল করেছেন প্রায় সাড়ে ৫৬ লাখ মানুষ, যাদের মাত্র ১ শতাংশই সঠিক সেবার জন্য কল করেছিলেন।
Leave a reply