রাবিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুস আলী নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ এএইচএম কামারুজ্জামান হলে এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, প্রক্টর অধ্যাপক আসাবুল হক। এ ঘটনার পর দুপুরে ঘটনাস্থলে গিয়ে তিনি নির্মাণকাজ বন্ধ করে দেন।

নিহত ইউনুস আলীর (২০) বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায়। তার বাবার নাম আতাউর রহমান।

ভবন নির্মাণ প্রকল্পের সুপারভাইজার আলমগীর হোসেন জানান, দশ তলায় পানি তোলার জন্য মটরের সুইস দিতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত হন ইউনুস আলী। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, এ ধরনের মৃত্যু অবশ্যই দুঃখজনক। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্মাণাধীন ভবনের কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতর বিষয়টি খতিয়ে দেখছে। তাদের প্রতিবেদনের পর ব্যবস্থা নেয়া হবে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply