শুক্র ও শনিবারের যেসব নিয়োগ পরীক্ষা স্থগিত হলো

|

ফাইল ছবি।

আগামী শুক্র ও শনিবারে অনুষ্ঠিতব্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এ নিয়ে উৎকণ্ঠাও দেখা গেছে নগরবাসীর মধ্যে। তবে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো পরীক্ষা স্থগিতের কোনো আনুষ্ঠানিক কারণের কথা জানায়নি।

ডাক বিভাগের ৮ ক্যাটাগরির পরীক্ষা স্থগিত:
বাংলাদেশ ডাক বিভাগের অধীন পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেলের আটটি পদের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল শনিবার। সেগুলো স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার ১৫ থেকে ২০তম গ্রেডের ৮ ক্যাটাগরির ১১৩টি পদে ২৮ অক্টোবর অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। বাছাই/নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই পরীক্ষা পরবর্তী সময়ে আয়োজনের বিষয়ে যথাসময়ে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।

বিনার চার ক্যাটাগরির লিখিত পরীক্ষা স্থগিত:
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) চার ক্যাটাগরির লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পিএ ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা ২৭ অক্টোবর তারিখে নির্ধারিত ছিল। অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করা হলো।


বাংলাদেশ ব্যাংকের মৌখিক পরীক্ষা স্থগিত:
বাংলাদেশ ব্যাংকের অধীন সমন্বিত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসারের (জেনারেল) ১ হাজার ৬৯টি শূন্য পদে নিয়োগের জন্য আগের নির্ধারিত মৌখিক পরীক্ষা ছিল ২৮ অক্টোবর ও ৪ নভেম্বর। ওই মৌখিক পরীক্ষা স্থগিত করে নতুন তারিখ নির্ধারণ করেছে ব্যাঙ্কার্স সিলেকশন কমিটি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply