দখলকৃত পশ্চিম তীরে ব্যাপক সাঁড়াশি অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবহর। বুধবার (২৫ অক্টোবর) রাতেই ৫৮ হামাস যোদ্ধাকে আটকের কথা জানায় দেশটির প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০৩ জনে। খবর রয়টার্সের।
পূর্ব জেরুজালেম ও হেবরন শহরে চালানো হয় তল্লাশি। ইসরায়েলি সেনা মুখপাত্রের দাবি, ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এখন পর্যন্ত ওয়ান্টেড তালিকায় থাকা ৯৩০ ফিলিস্তিনিকে গ্রেফতারের কথা জানায় নেতানিয়াহু প্রশাসন।
প্রশাসনের দাবি, আটককৃতদের মধ্যে ছয় শতাধিক হামাস সদস্য। তারা গোপন আস্তানা থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা সাজাচ্ছিলো। চলতি সপ্তাহেই স্বেচ্ছাসেবী সংগঠন আদামির জানায়, হামাসের অভিযানের জেরে পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল প্রশাসন।
যাদের মধ্যে, ৪ হাজারই গাজায় বসবাসকারী শ্রমিক। অন্যরা পশ্চিম তীরের বাসিন্দা।
এটিএম/
Leave a reply