দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

|

বেলজিয়াম সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ও তার সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটটি শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রী ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিয়েছিলেন। সফরকালে প্রধানমন্ত্রী ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন।

এরমধ্যে ২৫ অক্টোবর সকালে ইউরোপীয় কমিশনের (ইসি) নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন সরকারপ্রধান। পরে প্রধানমন্ত্রী ইসি প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এই সফরে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইউরোপীয় ইউনিয়নের ঋণদাতা সংস্থা ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে আর্থিক সহায়তা চুক্তি স্বাক্ষর হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply