সিরিয়া ও লেবাননে ইসরায়েলের বিমান হামলা

|

ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়া ও লেবাননের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ছবি: আল জাজিরা।

আবারও সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় এ তথ্য। খবর আল জাজিরা।

তেল আবিবের দাবি, সিরিয়া থেকে ইসরায়েলের দিকে রকেট ছুঁড়ে মারার প্রতিবাদে এ অভিযান। সামরিক স্থাপনায় হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে আইডিএফ। জানায়, সিরিয় বাহিনীর লঞ্চার টার্গেট করা হয়েছে।

এদিকে, লেবাননে হিজবুল্লাহ ঘাঁটি টার্গেট করে হামলার কথা জানিয়েছে তেল আবিব। গাজায় আগ্রাসনের জেরে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা বিশ্লেষকদের।

এর আগে, মঙ্গলবার (২৪ অক্টোবর) সিরিয়া থেকে ছোড়া হয় রকেট। এর জবাব দিতেই সিরিয়ার সেনাবাহিনীর সামরিক স্থাপনায় টার্গেট করে বুধবার হামলা চালানো হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় রকেট লঞ্চিং সেন্টার।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply