বিএনপি’র অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন কে, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি অবরোধ কর্মসূচি দিয়েছে। ফখরুল সাহেব তো (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) জেলে, বাকি নেতারা পালিয়ে আছে। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে অবরোধে নেতৃত্ব দেবে কে?
সোমবার (৩০ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভায় এ প্রশ্ন করেন তিনি।
নৃশংসতা বিএনপির আসল রূপ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা কত ভয়ংকর তা ২৮ অক্টোবর প্রমাণ করেছে। নৃশংসতা বিএনপির আসল রূপ। সাংবাদিক-পুলিশ কাউকে ছাড় দেয়নি। সাংবাদিক যা দেখবে তা লিখবে, এটাই বিএনপির চোখে অপরাধ। তাই সাংবাদিকদের ওপর হামলা করেছে।
অবরোধে জাতীয় সম্পদে যেন আঘাত করতে না পারে, সে কারণে বড় বড় প্রকল্পগুলোর দিকে খেয়াল রাখতে হবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
বিএনপির আন্দোলনকে ভুয়া উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এদের এক দফা ভুয়া, এদের আন্দোলনও ভুয়া। কেউ কেউ নাম ধরেই বলেছে বিএনপি নামক দল আমরা করবো না। আন্দোলনের জন্য বিএনপি যেসব নেতাকর্মীদের টাকা দিয়ে ঢাকায় এনেছে, তারাই এখন বাড়ি ফিরতে ফিরতে বলছে তারেক রহমান ভুয়া, আন্দোলনও ভুয়া।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কোনো অবস্থাতেই নিজেদের উপর নিয়ন্ত্রণ হারাবেন না। বিরোধী দলের ব্যর্থ কর্মসূচিতে সতর্ক রয়েছে আওয়ামী লীগের কর্মীরা। আমরা শান্তিপূর্ণ অবস্থানে থাকবো।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। অন্যান্য দেশে যেভাবে হয়, সেভাবেই হবে। কে আসলো, কে আসলো না সেটি বিবেচ্য নয়। বিএনপির লক্ষ্য নির্বাচন বানচাল করা, অংশ নেয়া উদ্দেশ্য নয়। নিলে সহিংসতা করতো না।
/এনকে
Leave a reply