আলু আমদানির সিদ্ধান্ত সরকারের

|

ছবি: ফাইল

বাজারে সরবরাহ বৃদ্ধি এবং বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৩০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় আলুর সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য আগ্রহী আমদানিকারকদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতেও বলা হয় বিজ্ঞপ্তিতে।

গত ১৪ সেপ্টেম্বর আলু, দেশি পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছিলো বাণিজ্য মন্ত্রণালয়। তবে সরকার নির্ধারিত এই মূল্যে পণ্য বিক্রি করছেন না ব্যবসায়ীরা। ফলে বাড়তি দামেই কিনতে হচ্ছে ক্রেতাদের।

এএস/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply