যুক্তরাষ্ট্রের শিকাগোতে হ্যালোইন পার্টিতে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। শিকাগোর পশ্চিমাংশে হ্যালোইন উদযাপনে একটি বড় পার্টির আয়োজন করা হয়েছিল, সেখানে স্থানীয় সময় অনুযায়ী রোববার (২৯ অক্টোবর) ভোরে এই ঘটনা ঘটে। শিকাগো পুলিশের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আহতদের মধ্যে ছয় জন নারী ও নয় জন পুরুষ রয়েছেন। যাদের বয়স ২৬ থেকে ৫৩ এর মধ্যে। আহতদের মধ্যে ২৬ বছর বয়সী এক নারী এবং ৪৮ বছর বয়সী এক পুরুষের অবস্থা আশঙ্কাজনক৷
শিকাগো পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনাস্থলে অনেক মানুষের জমায়েত ছিল, সেখানে এক ব্যক্তিকে গুলি চালাতে দেখা যায়। গুলি চালানোর পর ওই বন্দুকধারী হেঁটে পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে সামান্য দূরত্বেই তাকে আটক করা হয়। গ্রেফতারের সময় তার কাছে একটি হ্যান্ডগান পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।
/এমএন
Leave a reply