গাজায় একের পর এক হাসপাতালকে টার্গেট করছে ইসরায়েল

|

বেসামরিক স্থাপনার পর গাজায় এবার একের পর এক হাসপাতাল টার্গেট করছে ইসরায়েলি বাহিনী। সোমবার (৩০ অক্টোবর) রাতভর চলা তাণ্ডবে হামলা চালানো হয় গাজার বিভিন্ন হাসপাতালে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলুর একটি প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট জানিয়েছে, আল কুদস হাসপাতাল লক্ষ্য করে দূরপাল্লার কামান থেকে গোলা এবং বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর পাশাপাশি ইন্দোনেশিয়ান হাসপাতাল এবং ইউরোপীয়ান হাসপাতাল চত্ত্বরেও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলা চালানো হয় টার্কিশ-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হসপিটালেও।

গাজায় ইসরায়েলি বর্বতায় প্রাণহানি ৮ হাজার ৩শ ছাড়িয়েছে। সোমবার রাতে রাফা, আল জুয়াইদাসহ গাজার অন্তত ১০ স্থানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply