পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের ৭ম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফের বোলিং তোপে পাওয়ারপ্লের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। একে একে সাজঘরে ফিরেছেন ওপেনার তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। টাইগার ব্যাটিংয়ে ধস নামান পাকিস্তানি দুই পেসার শাহীন শাহ আফ্রিদী ও হারিস রউফ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বিদায় নেন তানজিদ হাসান তামিম। শাহীনের করা ইনিংসের শুরুর ওভারের প্রথম চারটা ডেলিভারিতে অফ স্টাম্প ও এর বাইরে রেখেছিলেন শাহীন। কিন্তু পঞ্চম ডেলিভারিতে বল ভেতরে ঢোকালেন তিনি। তাতেই লেগ বিফোরের ফাঁদে পড়েন জুনিয়র তামিম। এলবিডব্লিউর হাত থেকে বাঁচতে রিভিউ নিয়েছিলেন কিন্তু তাতে লাভ হয়নি। আম্পায়ার্স কলে ফিরতে হয় এই বাঁহাতি ব্যাটারকে।

তানজিদকে ফিরিয়ে ওয়ানডে ক্রিকেটে শততম উইকেটের মাইলফলক পূরণ করেন শাহীন। দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে এসে ৪ রান করা নাজমুল হোসেন শান্তকে সাজঘরে ফেরান তিনি।  ফ্লিক করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে থাকা উসামা মীরের হাতে ক্যাচ দেন শান্ত।

৪ নম্বরে ব্যাট করতে আসা মুশফিকুর রহিমও দলের হয়ে হাল ধরতে পারেননি। এই অভিজ্ঞ ডানহাতি ব্যাটারকে ফেরান হারিস রউফ। হারিসের গুড লেন্থের ডেলিভারিটি ব্লক করতে গিয়েও ঠিকমতো করতে পারেননি মুশফিক। বলটি তার ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে চলে যায়। ৯ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন মুশফিক।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৬ রান। লিটন কুমার দাস ব্যাট করছেন ২৮ রানে এবং মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ১৮ রান নিয়ে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply