ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পুতিনের সমর্থন

|

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার দাবির প্রতি সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ফিলিস্তিনের প্রতি মস্কোর অবস্থান নিশ্চিত করেন তিনি। সেই সাথে গাজায় চলমান সংকটের জন্য পশ্চিমা শক্তিকে দায়ী করেন পুতিন।

এ নিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাপী সহিংসতা ছড়িয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। নিজেদের স্বার্থ আদায়ের জন্যই এই সহিংস পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের জন্যই পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি।

পুতিন বলেন, কীভাবে এই সংকট সৃষ্টি হয়েছে তা আমরা সবাই জানি। ইসরায়েলের নিরাপরাধ মানুষের ওপর হামলা হয়েছে। আর সেটার প্রতিশোধ নিতে হত্যা করা হচ্ছে গাজার নিরাপরাধ মানুষকে। এভাবেই মধ্যপ্রাচ্য সংকটকে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং তাদের দোসররা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply