মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন ৪ নভেম্বর

|

ফাইল ছবি।

আগামী ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক।

এম এন সিদ্দিক বলেন, আগামী শনিবার বেলা আড়াইটায় উদ্বোধন করা হবে। এরপর ২য় ট্রেনে প্রধানমন্ত্রী উঠে আগারগাঁও থেকে প্রধানমন্ত্রী মতিঝিল পর্যন্ত যাবেন। এদিন মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। ৫ তারিখ থেকে প্রতিদিন মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল ৭টা ৩০ থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত দুইদিকেই ট্রেন চলবে।

এছাড়া সাড়ে এগারোটার পর মতিঝিল থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে। উত্তরা থেকে মতিঝিল যেতে খরচ হবে ১০০ টাকা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply