ব্লিনকেনের যুদ্ধ বিরতির প্রস্তাব, নেতানিয়াহুর সাফ না

|

ইসরায়েল-হামাসের চলমান সংঘাতের মাঝে তেল আবিব সফরে গিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাময়িক যুদ্ধ বিরতির প্রস্তাব দেন। তবে নেতানিয়াহুর সাফ কথা, বন্দি ইসরায়েলিদের মুক্তি দেয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না তার দেশ। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, বহু ইসরায়েলিকে আটক করেছে হামাস। যেকোনো মূল্যে তাদের মুক্তি দিতে হবে। বন্দি ইসরায়েলিদের মুক্তি না দেয়া পর্যন্ত হামলা বন্ধ করা হবে না বলেও হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এমনকি অন্য কোনো ধরনের প্রস্তাবেও তেল আবিব রাজি হবে না বলেও জানান তিনি।

এর আগে, ৩০ অক্টোবর গাজায় অস্ত্রবিরতির প্রস্তাব দেয় আন্তর্জাতিক পক্ষগুলো। সেই প্রস্তাবও উপেক্ষা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

আরএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply