ফের যোগাযোগ বিচ্ছিন্ন করে গাজায় নারকীয় তাণ্ডব ইসরায়েলের

|

আবারও অবরূদ্ধ গাজার সাথে সমগ্র বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। রোববার (৫ নভেম্বর) রাতে উপত্যকার টেলিকম ও ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে রাতভর চলে ইসরায়েলি বাহিনীর মিসাইল ও রকেট হামলা। খবর আল জাজিরার।

ওয়াফা নিউজের তথ্য অনুসারে, রোববারের অভিযানে ২৭ জন মারা গেছেন। তাল-আল-সুলতান এলাকাতেই ১৫ জনের মৃত্যু হয়। তাছাড়া জা-উইদা লোকালয়ে চলে অবিরাম গোলাবর্ষণ। সেখানেও অন্তত ১০ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে। বাকিরা রাফাহ্ এলাকায় প্রাণ হারান।

জাতিসংঘ বলছে, চলমান আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার ৭টি ওয়াটার স্টেশন। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, একমাসে গাজায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭৭০ জনে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত ৩৫ হাজারের বেশি বাসিন্দা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply