এক যুগের মধ্যে সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি

|

অক্টোবর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে রেকর্ড করেছে, যা এক যুগের মধ্যে সর্বোচ্চ। সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক নয় তিন শতাংশে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ছয় তিন শতাংশ। আর সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক তিন সাত শতাংশ, যা অক্টোবরে বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক পাচ ছয় শতাংশে। এটি ২০১২ সালের পর সর্বোচ্চ।

পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত মাসিক মূল্যস্ফীতির প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। গত আগস্ট মাসে প্রথমবারের মতো খাদ্য মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে উঠে। এর আগে ২০১১ সালের মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ২ শতাংশ। এখন আবার তা ১০ শতাংশ ছুঁইছুঁই অবস্থায় রয়েছে। অক্টোবর মাসে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক পাচ ছয় শতাংশ। এর অর্থ হলো গত বছরের অক্টোবর মাসে যে খাদ্যপণ্য ১০০ টাকায় কেনা গেছে, এ বছরের অক্টোবর তা কিনতে হয়েছে ১১২ টাকা ৫৬ পয়সায়। অর্থাৎ মাত্র ১০০ টাকার খাবার কিনতে এক বছরে ১২ টাকা ৫৬ পয়সা বাড়তি খরচ করতে হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply