ডিমের বাজারে আমদানির প্রভাব

|

ডিম আমদানির প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর বাজারে। মহাখালী বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। আমদানির অনুমতির প্রায় দেড় মাস পর গত রোববার (৫ নভেম্বর) বেনাপোল বন্দর দিয়ে দেশে আসে ডিম।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে আমদানি করা ডিম আসতে শুরু করেছে। আগামীতে এই ডিমের সরবরাহ আরও বাড়বে। গত ১৪ সেপ্টেম্বর ডিমের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রতিটি ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু বেঁধে দেওয়া এ দর যথাযথভাবে কার্যকর হয়নি। এর প্রেক্ষিতে প্রথম দফায় গত ১৮ সেপ্টেম্বর চার প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়।

পরে দ্বিতীয় দফায় ২১ সেপ্টেম্বর আরও ছয় প্রতিষ্ঠানকে ছয় কোটি ডিম আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply