ডেঙ্গু কেড়ে নিলো আরও ৮ জনের প্রাণ

|

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৯৫ জন ডেঙ্গুরোগী।

মঙ্গলবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৯৪ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৫০১ জন। আর মারা যাওয়া আট জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩ জন, বাকি ৫ জন ঢাকার বাইরের।

চলতি বছরে এখন পর্যন্ত দুই লাখ ৮৩ হাজার ৫৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ১ হাজার ৯৬১ জন। আর এক লাখ ৮১ হাজার ৬৩২ জন ঢাকার বাইরের।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট দুই লাখ ৭৫ হাজার ৬১৩ জন। চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে এক হাজার ৪২৫ জনের।

/আরএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply