আদালতে আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি ড. ইউনূসের

|

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি করেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের ৪ জন।

এর আগে, বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর শ্রম আদালতে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। এরপর আদালতে তাদের পক্ষে আইনজীবী ২২ পৃষ্টার লিখিত বক্তব্য তুলে ধরে মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি চান।

পরে ড. মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের জানান, এই মামলায় ন্যায় বিচার চান তিনি। ব্যক্তিস্বার্থে কিংবা লাভবান হওয়ার জন্য কোনো প্রতিষ্ঠান গড়ে তুলেননি। একের পর এক প্রতিষ্ঠান তৈরি করে দেশের মানুষের সহযোগিতা করার চেষ্টা করেছেন। এইখানে নিজের কোনো স্বার্থ ছিল না।

ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, মেট্রোরেলের চেয়ে বেশি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এই মামলা।

শ্রম আইন লঙ্ঘনের এই মামলায় এরইমধ্যে ৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। এ মাসের ২ তারিখে চতুর্থ সাক্ষী, ২৬ অক্টোবর তৃতীয়, ১৮ অক্টোবর দ্বিতীয় ও ১১ অক্টোবর প্রথম সাক্ষী এবং মামলার বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এই মামলা করেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply