সাতক্ষীরা সীমান্তে প্রায় দেড় কেজি স্বর্ণসহ আটক ১

|

সাতক্ষীরা করেসপন্ডেন্ট:

সাতক্ষীরার ভোমরা সীমান্তের বাশকল এলাকায় ১ কেজি ৪১০ গ্রাম ওজনের দশটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৪ লক্ষ ৩৬ হাজার ২০০ টাকা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে এই স্বর্ণ জব্দ করা হয়। আটককৃত আশরাফুল ইসলাম দেবহাটা উপজেলার চৌবাড়িয়া গ্রামের নুর হামজার ছেলে।

এ বিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, স্বর্ণগুলো ভারতে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে একটি বাইসাইকেলে তল্লাশি চালিয়ে এগুলো জব্দ করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply