দেড় মাসের বিশ্বকাপ যাত্রা শেষ করে আজ সকাল ১১টায় দেশে ফিরেছে বাংলাদেশ দল। রোববার (১২ নভেম্বর) ভোরে পুনে থেকে ঢাকার উদ্দেশে রওনা হন রিয়াদ-মুশফিকরা। ফ্লাইট বিলম্বের কারণে নির্ধারিত সময়ের (১০টা) ১ ঘণ্টা পর দেশের মাটিতে পা রাখে টাইগাররা।
দলের সঙ্গে ফিরেছেন টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরাও। তবে কোচিং স্টাফের মধ্যে এসেছেন কেবল হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে।
কিছুদিন বিশ্রাম পেলেও টাইগারদের মাঠে ফিরতে হবে কয়েকদিনের মধ্যেই। কেননা নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ রয়েছে। এর মধ্যে প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর। তবে এর তিন দিন আগ থেকেই ক্যাম্প শুরু করবে বাংলাদেশ।
টেস্ট দুটি খেলতে ২২ নভেম্বর ঢাকায় আসবেন কিউইরা। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটে এবং দ্বিতীয়টি গড়াবে মিরপুরের মাঠে।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের আটে আছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে পয়েন্ট টেবিলে অন্তত আটে থাকতে হবে টাইগারদের। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে আজকের ভারত-নেদারল্যান্ডস ম্যাচের দিকে।
/এমএইচ
Leave a reply