মিরপুরে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

|

সকালে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। রোববার (১২ নভেম্বর) সোয়া ৮টায় মিরপুর-১৩ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

দুই ঘণ্টা পর রাস্তা থেকে সরে যান শ্রমিকরা। এ সময় তারা মিরপুর ১০ নম্বরে এসে অবস্থান নেন। অবরোধে মিরপুর ১৩, ১৪ ও ১০ নম্বরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। মূল সড়কসহ আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, ন্যূনতম ২৩ হাজার টাকা বেতনের দাবিতে তারা রাস্তায় নেমেছেন। জানান, নির্ধারিত সাড়ে ১২ হাজার টাকা বেতন তারা মানেন না।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply