ভারতের কাশ্মিরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত তিন বাংলাদেশি পর্যটকের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মাঈনুদ্দিন চৌধুরী, অনিন্দ্য কৌশল ও ইমন দাশ গুপ্ত।
নিহতদের মধ্যে অনিন্দ্য কৌশল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও ইমন দাশ গুপ্ত গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। এছাড়া মাঈনুদ্দিন চৌধুরী পেশায় ছিলেন ঠিকাদার। তাদের তিন জনের বাড়িই চট্টগ্রামে।
শনিবার (১১ নভেম্বর) ভোরে কাশ্মিরের শ্রীনগরের ডাল লেকে বেশ কয়েকটি হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সেখান থেকে তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, তারা সাফিনা নামে একটি হাউজবোটে ছিলেন।
কাশ্মির পুলিশ জানায়, লেকের ৯ নম্বর ঘাটের একটি বোটে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই তা ছড়িয়ে পড়ে আশপাশের বোটগুলোতে। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় লেকে থাকা কমপক্ষে পাঁচটি হাউজবোট। তারই একটিতে ছিলেন মাঈনুদ্দিন, অনিন্দ্য আর ইমন।
মৃত্যু সংবাদ দেশে ছড়িয়ে পড়ার সাথে সাথে নিহতদের চট্টগ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। শিগগিরই তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।
/আরএইচ
Leave a reply