গাজার উত্তরাঞ্চল এখন পুরোপুরি ইসরায়েলের দখলে। মঙ্গলবার (১৪ নভেম্বর) এমন দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। সেখানকার সিটি সেন্টারের নিয়ন্ত্রণ নিয়েছে তেলআবিবের সেনাবাহিনী। যদিও হামাসের পক্ষ থেকে এ তথ্যের কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি। খবর আল জাজিরার।
এদিকে, উপত্যকায় ভয়াবহ আগ্রাসন অব্যাহত রেখেছে দখলদাররা। মঙ্গলবার রাতে, খান ইউনিসসহ, সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালায় ঘটেছে হতাহতের ঘটনা। যেকোনো মুহুর্তে আল শিফা হাসপাতালে হামলার হুমকি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ঘিরে রেখেছে হাসপাতালের চারপাশের এলাকা। তাদের দাবি, এর নিচেই অবস্থিত হামাসের হেডকোয়ার্টার। এতে চরম বিপাকে পড়েছে অসংখ্য রোগী এবং সাত হাজারের বেশি আশ্রয়গ্রহণকারী। গেল ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ অঞ্চলটিতে প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৩’শর ওপর।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেন, আপনারা দেখেছেন, আমাদের সেনারা গাজার পার্লামেন্টে বসে আছে। সরাসরি বললে, গাজার উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস। উপত্যকার উত্তর’সহ কেন্দ্রের সব গুরুত্বপূর্ণ এলাকাই এখন আমাদের দখলে।
এএস/
Leave a reply