তফসিল ঘোষণার প্রতিবাদে আজ গণতন্ত্র মঞ্চের সকাল-সন্ধ্যা হরতাল

|

তফসিল ঘোষণার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। একই ইস্যুতে অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোটও।

বুধবার (১৬ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে এদিন সন্ধ্যায় পুরানা পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। এসময় তারা বলেন, ইসি জনমত উপেক্ষা করে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এতে প্রমাণিত হলো, তারা প্রকারান্তরে সরকারের হুকুম তামিল করে চলছে। এ কারণে, ইতিহাস নির্বাচন কমিশনকে ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তারা।

সরকার ও নির্বাচন কমিশনকে এ পথ থেকে সরে আসা আহ্বানও জানান নেতাকর্মীরা। গণতান্ত্রিক জোটের দাবি, তফসিল ঘোষণার ফলে চলমান সংঘাত-সংঘর্ষ আরও বাড়লে সরকার ও নির্বাচন কমিশনকে দায় নিতে হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply