লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

|

ছবি: আল জাজিরা।

লেবানন-ইসরায়েল সীমান্তে এখনও অব্যাহত হামলা-পাল্টা হামলা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর সামরিক স্থাপনাই ছিলো আইডিএফ’র হামলার মূল লক্ষ্য। লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে ছোড়া অ্যান্টি ট্যাংক মিসাইলের জবাবে এই হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহ’র বেশকয়েকটি নজরদারি পোস্ট, অস্ত্রাগার এবং সামরিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফের।

এর আগে বুধবারও, পাল্টাপাল্টি রকেট হামলা চালায় উভয়পক্ষ। গাজায় তেলআবিবের আগ্রাসন শুরুর পর থেকেই উত্তপ্ত লেবানন-ইসরায়েল সীমান্ত।

চলমান সংঘাতে, এখন পর্যন্ত ইহুদি সেনাদের হামলায় ইরান সমর্থিত হিজবুল্লাহ’র ৭০ এর বেশি যোদ্ধা নিহত হয়েছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply