সিইসিকে রওশন এরশাদের চিঠি: মহাজোট থেকেই নির্বাচন করবে জাতীয় পার্টি

|

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরীকদল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টি। শনিবার (১৮ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বরাবর লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

সিইসিকে লেখা চিঠিতে রওশন জানান, আগের মতো এবারও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরীক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। এটা হবে শুধুই নির্বাচনী জোট। নির্বাচনকালীন জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুসরণ করবেন বলেও উল্লেখ করা হয় চিঠিতে। একইসঙ্গে নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক ‘লাঙ্গল’ কিংবা প্রার্থীর ইচ্ছানুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন বলেও জানানো হয়।

এর আগে, সিইসিকে চিঠি দেন দলটির চেয়ারম্যান জিএম কাদেরও। সেখানে বলা হয়, জাতীয় পার্টির আইন অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে দলটির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

এনিয়ে ইসির অতিরিক্ত সচিব, অশোক কুমার দেবনাথ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব, সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠিকে গুরুত্ব দেয়া হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply