রাজনীতিবিদদের আরও সহনশীল হতে হবে: প্রধান বিচারপতি

|

রাজনীতিবিদদের পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকলে, তারা পরস্পর সহনশীল না হলে ভবিষ্যতে দেশের মানুষকে আরও কষ্ট ভোগ করতে হবে। এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় মানবাধিকার কমিশনের প্যানেল আইনজীবীদের কর্মশালায় একথা বলেন তিনি।

সাম্প্রতিক সহিংসতার কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, যারা দেশের রাজনীতির সাথে যুক্ত, তারা যদি একজন অপরজনকে শ্রদ্ধা করতে না পারেন, মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি বুঝতে না পারেন, তাহলে এ দেশের মানুষের ভবিষ্যতে আরও কষ্ট হবে। তাই রাজনৈতিক দলগুলোকে সহনশীল হওয়ার আহ্বানও জানান প্রধান বিচারপতি।

আসামিদের পায়ে ডান্ডাবেড়ি পরানো প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, শুধুমাত্র ভয়ঙ্কর আসামিদের আদালতের অনুমতি নিয়ে ডান্ডাবেড়ি পরানোর কথা আমরা একটা রায়ে বলে দিয়েছি। কারণ, ডান্ডাবেড়ি পরানো না থাকায় কিছুদিন আগে ঢাকার আদালত থেকে আসামিরা পালিয়েছে। বিনা বিচারে দীর্ঘদিন কারাবাস ও পাবনায় মানসিক রোগীদের বিষয়ে পদক্ষেপ নিতে জাতীয় মানবাধিকার কমিশনকে আহ্বানও জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply