ইসরায়েলের হামলার টার্গেট হচ্ছে জাতিসংঘের বিভিন্ন সংস্থাও

|

ইউএনআরডাব্লিউএ'র প্রধান ফিলিপ লাজ্জারিনি। ছবি: আল জাজিরা।

গাজায় দেড় মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে জাতিসংঘের শতাধিক কর্মীর। মঙ্গলবার (২১ নভেম্বর) জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক সংস্থা ইউএনআরডাব্লিউএ’র প্রকাশিত এক রিপোর্টে এ খবর জানায়।

সংস্থাটির রিপোর্টে জানানো হয়, গত ৭ অক্টোবরের পর গাজায় মৃত্যু হয়েছে জাতিসংঘের বিভিন্ন সংস্থার ১০৮ জনের। বেশিরভাগ কর্মী প্রাণ হারিয়েছেন স্বপরিবারে।

ইউএনআরডাব্লিউএ’র প্রধান জানান, ইসরায়েলের হামলার শিকার হয়েছে তাদের প্রায় ৬৭টি ক্যাম্প। এগুলোর বেশিরভাগের অবস্থান গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে। জাতিসংঘের পতাকার নিচে থাকলেও কেউ নিরাপদ নয় গাজায় এমন মন্তব্য করেন ইউএনআরডাব্লিউএ’র প্রধান লাজ্জারিনি।

সর্বশেষ, গত মঙ্গলবার ইসরায়েলের হামলায় নিহত হন ডব্লিউএইচও’র এক কর্মী।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply