নির্বাচনে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা জাতীয় পার্টির

|

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। বুধবার (২২ নভেম্বর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। বলেন, তাদের আশ্বস্ত করা হয়েছে যে নির্বাচন সুষ্ঠু হবে। তাই তারা নির্বাচনে অংশ নেবেন।

তবে সরকারের সাথে সমঝোতা বা আসন ভাগাভাগি নয়, ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি। বিকেলে বনানীতে দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন দলটির মহাসচিব।

এদিকে, নির্বাচন উপলক্ষে তৃতীয় দিনের মতো চলছে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ ও জমা কার্যক্রম। এই কার্যক্রমকে কেন্দ্র করে পার্টি অফিস ঘিরে নির্বাচনী উৎসবের আবহ বিরাজ করছে। আগ্রহী প্রার্থীরা কর্মী-সমর্থকদের সাথে নিয়ে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে মনোনয়ন ফরম কিনছেন।

এ সময়, সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে বলেও জানায় নেতাকর্মীরা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply