দিল্লি সফরে ভোট নিয়ে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরবেন পররাষ্ট্র সচিব

|

তিন দিনের সফরে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সেখানে ৯০ দেশের মিশন প্রধানদের রাজনৈতিক পরিস্থিতি ও সুষ্ঠু নির্বাচনে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে জাতীয় টাস্কফোর্সের বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এ কথা জানান। আরও জানিয়েছেন, এই সফরে প্রধানমন্ত্রীর বিশেষ কোনো বার্তা নিয়ে যাচ্ছেন না তিনি।

মাসুদ বিন মোমেন বলেন, ইউক্রেন, সুদান ও গাজা পরিস্থতির কারণে রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক মনযোগ হারায় কি না, তা নিয়ে চিন্তা করছে বাংলাদেশ। ৩০ নভেম্বর থেকে ভাষাণচরের রোহিঙ্গা ক্যাম্প আনুষ্ঠানিকভাবে পরিচালনা করবে নৌ বাহিনী।

নির্বাচন সামনে রেখে রোহিঙ্গারা যেন বাংলাদেশের ভেতরে কোনো সহিংসতা করতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক আছে বলেও জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply