সিলেট ব্যুরো:
সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী আন্তঃনগর এক্সপ্রেসের একটি কোচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সিলেট ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টা ৩৫ মিনিটের দিকে খবর পেয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি নাশকতামূলক কাজ।
এই অগ্নিসংযোগে কোচের ১৭টি আসন পুড়ে যায়। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট রেল বিভাগের পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম। তিনি জানান, আগুন নেভানোর পর কোচ থেকে দুটি বোতল ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বোতল দুটিতে পেট্রোলের গন্ধ পাওয়া গেছে।
/আরএইচ/এমএন
Leave a reply