রিজার্ভ এখন ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার

|

ফাইল ছবি।

দেশে এখন বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলারে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।

এ সময় বাংলাদেশ ব্যাংকের এ কর্মকর্তা দাবি করেন, অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করা এবং নিরবচ্ছিন্ন তদারকিতে বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি ফিরতে শুরু করছে।

অক্টোবরের তুলনায় চলতি মাসে প্রবাসী আয়ের গতি বেশি বলেও এ সময় উল্লেখ করেন মো. মেজবাউল হক। বললেন, এসব কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায় চাহিদা ও দামের মধ্যে ভারসাম্য ফিরতে শুরু করেছে।

এছাড়া, রফতানির বকেয়া দেড় বিলিয়ন থেকে ১ বিলিয়ন ডলারে নেমে এসেছে। তবে মূল্যস্ফীতির হার এখনও উদ্বেগজনক। মূল্যস্ফীতি ডিসেম্বরের মধ্যে ৮ শতাংশে নেমে আসবে বলে প্রত্যাশা কেন্দ্রীয় ব্যাংকের।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply