যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি বংশোদ্ভুত শিক্ষার্থীকে গুলি

|

যুক্তরাষ্ট্রে বিদ্বেষমূলক হামলার শিকার হলো তিন ফিলিস্তিনি বংশোদ্ভুত নাগরিক। দেশটির ভারমন্ট অঙ্গরাজ্যে গুলিবিদ্ধ হয় ওই কলেজ শিক্ষার্থীরা। বন্দুকধারীর সন্ধান মেলেনি এখনও। খবর রয়টার্সের।

শনিবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে স্থানীয় পুলিশ জানায়, ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি সড়কে তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারী। এরপরই দৌড়ে পালিয়ে যায়।

হামলার শিকার শিক্ষার্থীরা হলেন, হিশাম আওয়ারতানি, কিনান আব্দেল হামিদ ও তাহসিন আহমেদ।

আহতরা সবাই ২০ বছর বয়সী। তাদের মধ্যে দু’জনের গলায় ছিল ফিলিস্তিনের ঐতিহ্যবাহী স্কার্ফ কেফায়া। সে কারণেই এটি হেইট ক্রাইম বলে ধারণা করছেন তদন্তকারীরা।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত বন্দুকধারীকে ধরতে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রণালয়। অভিযুক্তকে আটকে চলছে তল্লাশি অভিযান।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply