দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে মাদারীপুরে রির্টানিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সাথে সভা করেন তিনি। এরপর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মো. আলমগীর জানান, এরইমধ্যে বিদেশি পর্যবেক্ষকদের তালিকা পেয়েছে কমিশন। ভোটার তালিকা ও ভোটকেন্দ্রসহ নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। জেলা পর্যায়ে নির্বাচন সংশ্লিষ্টদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সভা হচ্ছে।
এ সময় বিএনপিসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান এই নির্বাচন কমিশনার। বিএনপি ভোটে আসতে চাইলে নির্বাচন পেছানো হবে বলেও জানান মো. আলমগীর।
/এমএন
Leave a reply