পশ্চিম তীরের হাসপাতাল-শরণার্থী শিবিরে হামলা ইসরায়েলের

|

দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী। ছবি: আল জাজিরা।

গেল ২৪ ঘণ্টায় দখলকৃত পশ্চিম তীরে বিশাল সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (২৮ নভেম্বর) জেনিন শরণার্থী শিবির, হাসপাতালসহ বেশ কিছু এলাকায় ব্যাপক ধরপাকড় এবং আগ্রাসন চালায় দখলদাররা। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, একাধিক স্থানে গুলি নিক্ষেপ এবং ড্রোন হামলাও চালানো হয়েছে। এদিন খলিল সুলেইমান হাসপাতাল ও আল রাজি হাসপাতালে টানা তিন ঘণ্টা অভিযান চালায় সেনারা।

ইসরায়েলি সেনারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঘিরে রাখে হাসপাতাল প্রাঙ্গণ। আটক করে অন্তত পাঁচজনকে। এসময় হাসপাতালে প্রবেশ করতে না দেয়ায় অ্যাম্বুলেন্সে মারা যায় এক শিশুসহ দুই রোগী। বিভিন্ন স্থানে অ্যাম্বুলেন্স আটক করে চালায় ধড়পাকড়।

এছাড়া জেনিন শরণার্থী শিবিরের একটি বাড়িতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এতে ঘটেছে হতাহতের ঘটনা। বাসিন্দারা জানায়, সেখান থেকে এদিন বহু মানুষকে আটক করে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply