অষ্টম দফা অবরোধে রাজধানীতে যান চলাচল কম

|

সরকারের পদত্যাগ আর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে আজও সারাদেশে চলছে বিএনপির ২৪ ঘণ্টার অবরোধ। এ নিয়ে অষ্টম দফায় অবরোধ ডাকলো বিএনপি।

বুধবার (২৯ নভেম্বর) সকাল থেকেই সড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম। ফলে ভোগান্তিতে পড়েছেন বহু যাত্রী। সময়ের সাথে যান চলাচল বাড়বে- এমনটাই সবার প্রত্যাশা।

এছাড়াও, আগামীকাল ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল পালন করবে দলটি। মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির পর জামায়াতে ইসলামীও আলাদাভাবে অবরোধ ও হরতালের কর্মসূচি ঘোষণা করেছে। তাছাড়া, সমমনা দলগুলোও পৃথকভাবে পালন করবে অবরোধ-হরতাল।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply