দক্ষতা ও জ্ঞানের সমন্বয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে: সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতি

|

দক্ষতা ও জ্ঞানের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এ সময় রাষ্ট্রপতি বলেন, বিশ্ব এখন বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা জনকল্যাণে ব্যবহার করতে হবে।

বুধবার (২৯ নভেম্বর) সকালে ডিএসসিএসসি কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। সকালে মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারী দেশি-বিদেশি ২৫৭ জন কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন তিনি। সেখানে সামরিক কর্মকর্তাদের উদ্দেশে দেয়া ভাষণে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে মানুষের জীবন মানের উন্নতি ঘটাতে হবে। ২০২৩ সালের ডিএসসিএসসি কোর্স সমাপনকারী কর্মকর্তাদের অভিনন্দনও জানান রাষ্ট্রপতি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply