আহমাদুল কবির, মালয়েশিয়া:
মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৩ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। পরিচয় মিলেছে আহত ২ বাংলাদেশিরও। এছাড়া, এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ৪ বাংলাদেশি।
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান নিহতদের পরিচয় শনাক্ত করেছেন।
নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে মোহাম্মদ মোকাদ্দেস আলী (৪৬), কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষীপুর গ্রামের রওশন আলীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯) ও পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের মোহাম্মদ ওসমান মন্ডলের ছেলে মো. আহেদ আলী (৪২)।
আহতরা হলেন মো. রাজু ইসলাম (৩৩) ও মো. উজ্জল মৃধা (৩০)। আহতদের মালয়েশিয়ার পেনাং হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ১২ জনকে উদ্ধার করা হয়। জানা গেছে, নির্মাণাধীন ভবনের সকল শ্রমিকই ছিলেন বাংলাদেশি।
/আরএইচ /এএম
Leave a reply