নোঙ্গর প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে ৮২ প্রার্থী

|

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮২ আসনে প্রার্থী দিলো বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. আবু জাফর ও মহাসচিব ডা. মো. শাহজাহানের সই করা তালিকায় ৮২ আসনে বিএনএম মনোনীত প্রার্থীর নাম উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের আগস্টে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত হয় বিএনএম। দলটির প্রতীক নোঙ্গর। তাদের এই প্রতীকের বিষয়ে ইসিতে আপত্তি জানিয়েছিল জাতীয় পার্টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তৃণমূল বিএনপির পাশাপাশি এই দলটিও আলোচনায় আসে। বিএনপি ও জাতীয় পার্টির সাবেক কয়েকজন নেতা দলটি যোগ দেন।

চব্বিশের ভোটে ৩০০ আসনে প্রার্থী দেবে বলে গত আগস্টে জানিয়েছিল বিএনএম। শেষ পর্যন্ত ৮২টি আসনে প্রার্থী দিতে পেরেছে এই রাজনৈতিক দল। এ নিয়ে দলটি বলেছে, আমাদের মনোনীত প্রার্থীদের তালিকা দেখলেই বুঝতে পারবেন, আমরা কোয়ান্টিটিতে নয় বরং কোয়ালিটিতে বিশ্বাস করি। এ কারণে দেশের বিভিন্ন আসন থেকে ৪৭৮ জন মনোনায়নপ্রত্যাশীর মধ্যে ৮২ জনকে চূড়ান্ত করেছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনএম এর মনোনয়ন পেলেন যারা:


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply