রাফাহ সীমান্তে ত্রানবাহী ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েলের

|

ছবি: সংগৃহীত

রাফাহ সীমান্তে অবস্থানরত সকল সংস্থাকে ত্রানবাহী ট্রাক প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েলি প্রশাসন। শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে এমন ঘোষণার কথা জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট (পিআরসিএস)। খবর আল জাজিরার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ করা একটি পোস্টে ইসরায়েলি প্রশাসনের দেয়া একটি ঘোষণা প্রকাশ করে সংস্থাটি। ঘোষণায় বলা হয়, সকল সংস্থা এবং স্বত্বাধিকারীদের জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আজ থেকে রাফাহ সীমান্তে সকল প্রকার ট্রাক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এ সিদ্ধান্ত চলমান দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলবে। চলমান এই আগ্রাসনে নাগরিকদের এবং বাস্তুচ্যুত ব্যক্তিদের কষ্ট কমাতে মানবিক ও ত্রাণ সংস্থাগুলির গুরুত্ব অনস্বীকার্য বলেও মনে করে সংস্থাটি।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply