গাজা ইস্যুতে এরদোগানের আক্ষেপ

|

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে আক্ষেপ জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, গণহত্যা বন্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়া উচিত ছিল মুসলিম বিশ্বের।

শুক্রবার (১ ডিসেম্বর) দুবাইয়ে কপ টোয়েন্টি এইট সম্মেলনের সাইডলাইনে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর সাথে সাক্ষাৎ করেন তিনি। গাজায় আবারও ইসরায়েলের হামলা শুরুর ঘটনায় জানান ক্ষোভ। দীর্ঘস্থায়ী অস্ত্রবিরতি ও মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিতে তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।

এদিন জাপান ও ইতালির প্রধানমন্ত্রী ও উজবেকিস্তানের প্রেসিডেন্টের সাথেও সাক্ষাৎ করেন এরদোগান। আলোচনা করেন গাজা ইস্যুতে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply