শীতের শুরুতেই তীব্র তুষারপাতে বিপর্যস্ত জার্মানির জনজীবন। সপ্তাহব্যাপী এই বৈরী আবহাওয়ায় আচল হয়ে পড়েছে দেশটির দক্ষিণাঞ্চল। একদিনে সর্বোচ্চ ১৬ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে বাভারিয়া রাজ্যে। পুরু বরফের আবরণে ঢাকা পড়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও স্থাপনা। যানবাহন চলাচল বন্ধ হয়ে অনেকটা স্থবির জনজীবন।
তুষারপাতের কারণে সড়ক পিচ্ছিল হয়ে বেড়েছে দুর্ঘটনা। এরই মধ্যে দুর্ঘটনায় দুই জনের প্রাণহানি কথা নিশ্চিত করেছে প্রশাসন। দক্ষিণাঞ্চলে সব মিলিয়ে সাড়ে ৭’শর বেশি ফ্লাইট বাতিল হয়েছে।
এদিকে বন্ধ হয়েছে রেল যোগাযোগও। পুরু বরফের আস্তরণ পড়ে অঞ্চলটির বেশিরভাগ এলাকায় পুরোপুরি অচল ট্রেন চলাচল। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে প্রশাসন। ক্রেন ও ভারী যন্ত্রপাতি দিয়ে বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ।
/এআই
Leave a reply