দলের বাইরে যারা নির্বাচন করছে তারা বিদ্রোহী প্রার্থী: কৃষিমন্ত্রী

|

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

দলের বাইরে যারা নির্বাচন করছে আমার দৃষ্টিতে অবশ্যই তারা বিদ্রোহী প্রার্থী। দলের কোন কর্মীর নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বুধবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

বলেন, যারা দলের আদর্শ মেনে চলে তাদের সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে। এই নৌকা হক-ভাসানীর, বঙ্গবন্ধুর নৌকা, আওয়ামী লীগের নৌকা এবং শেখ হাসিনার নৌকা। নৌকার বাইরে কাজ করার কোন সুযোগ নেই। 

দলীয় প্রতীকের বাইরে যারা নির্বাচন করবে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে এমন প্রশ্নে তিনি বলেন, বাস্তবতার নিরিখে রাজনৈতিক কৌশলে অনেক কিছু করতে হয়। 

তিনি আরও বলেন, নৌকা হলো আওয়ামী লীগের আদর্শের প্রতীক। আওয়ামী লীগ অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্রের সাথে কোন আপোষ করেনি। প্রধানমন্ত্রী নির্বাচনের স্বার্থে বলেছেন প্রতিযোগিতার জন্য। কিন্তু তিনি বলেননি নৌকা বাদ দিয়ে আওয়ামী লীগের একজন কর্মী অন্য প্রার্থীর পক্ষে কাজ করবে।

/এমএইচ 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply