‘তোমার ঘর এখানেই রয়েছে; এখনও, অক্ষত এবং স্থির হে ঈশ্বর! ধন্যবাদ তোমাকে, এই আলো আর আধারের জন্য…
মাতৃকোল থেকে বিবস্ত্র হয়ে এই পৃথিবীতে আসার পর যত দুঃখ-কষ্ট পেয়েছি, ধন্যবাদ তোমাকে; আমরা সবাই এমন একটি নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছি, যেখানে আমরা আমাদের সম্পদ সঞ্চয় করতে পারি, আর দিন শেষে প্রিয়জনের সাথে একটু কথা বলতে পারি বিপর্যস্ত হৃদয়ের একই প্রাঙ্গনে… হে ঈশ্বর! ধন্যবাদ তোমাকে এই আলো আর আধারের জন্য…’
কথাগুলো গান কিংবা কবিতা, কিন্তু ঈশ্বরের দেয়া এই জীবনের জন্য ধন্যবাদ জানাচ্ছেন ‘দ্য ডোরস’ ব্যান্ডের ভোকালিস্ট এবং রক সঙ্গীত ইতিহাসের কিংবদন্তী জিম মরিসন।
Leave a reply