তীব্র খাদ্য সংকটে গাজার অর্ধেক জনগোষ্ঠী

|

তীব্র খাদ্যকষ্টে গাজার শিশুরা। ছবি: আল জাজিরা।

তীব্র খাদ্যকষ্টে গাজার অর্ধেক জনগোষ্ঠী। প্রতি ১০ বাসিন্দার মধ্যে ৯ জনের ভাগ্যেই প্রতিদিন জুটছে না খাবার। রোববার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ব খাদ্য কর্মসূচি- ডাব্লিউএফপি জানায়, গাজার ৩৬ শতাংশ পরিবারই ভুগছে তীব্র খাদ্য সংকটে।

ডাব্লিউএফপি তথ্য অনুযায়ী, এক সপ্তাহের যুদ্ধবিরতিতে জরুরি খাদ্য সহায়তার মাত্র একভাগ প্রবেশ করেছে উপত্যকায়। তারপরও বিরতিহীন হামলায় প্রায় অসম্ভব ত্রাণ বণ্টন। মাইলের পর মাইল পাড়ি দিয়েও মিলছে না খাবার ও পানি। অনাহার- অর্ধাহারে কাটছে গাজাবাসীর দিন। বাধ্য হয়ে সমুদ্রের লবনাক্ত পানিও পান করছেন অনেকে। ফলে দেখা দিচ্ছে ডায়রিয়ার মতো রোগ।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply