বিএনপির আমলেই গুম-খুন শুরু হয়েছিল, কিন্তু এখন দেশে কোনো গুম-খুন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি বলেন, যারা এসব অভিযোগ আনছে, তারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায়।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুর্নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির নেতাকর্মীদের আটক ও গ্রেফতার করা হয়েছে। যারা পুলিশ হত্যা, হামলা, নৈরাজ্য করছে তাদের মুখে মানবাধিকার মানায় না। এছাড়া বিএনপির আমলে যে গুম খুন হয়েছে, তা জানলে যে কেউ আঁতকে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় হেফাজতে ইসলামের ২৯ ডিসেম্বরের সমাবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো দল মহাসমাবেশ করতে চাইলে এখন সেটা নির্ভর করবে নির্বাচন কমিশনের ওপর।
/আরএইচ
Leave a reply