ঢাকা শিক্ষা বোর্ডের আন্তঃ কলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

|

ঢাকা শিক্ষা বোর্ড আয়োজিত ‘ঢাকা জোন’ পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা’ ২০২৩-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে আয়োজনের উদ্বোধন করেন ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরী।

ক্রীড়া প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সফলতা অর্জন করেছে সাভার ল্যাবরেটরি কলেজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শন ও শারীরিক শিক্ষা শাখার কলেজ পরিদর্শক প্রফেসর এ টি এম মোয়াজ্জেম হোসেন। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, (এনডিসি, পিএসসি) ও শিক্ষা বোর্ড একাউন্টস ডিডি কাজী নূরে আলম সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আয়োজনে ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর,মুন্সীগঞ্জ জেলা নিয়ে গঠিত ঢাকা জোনের ৫টি জেলার প্রথম ও রানার আপ হওয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সাভার ল্যাবরেটরি কলেজ এর সহকারী অধ্যাপক ও ক্রীড়া কমিটির আহ্বায়ক আবদুর রহমান, শিক্ষা বোর্ডের সাবেক শারীরিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোসলেম উদ্দিন, সদস্য সচিব ও রেসিডেনসিয়াল মডেল কলেজের সহকারী অধ্যাপক ফারুক হোসেন, নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব নজরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা সদস্য সচিব রেজাউল ইসলামসহ অন্যরা।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply